মো:জাহেরুল ইসলাম,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেক্লাবের সভাপতি শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার প্রথম অধিবেশনে উপজেলা প্রেসক্লাবের কর্মকান্ডের প্রশংসা করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা পঞ্চগড় চেম্বার অব কমার্সের সাবেক ডাইরেক্টর মোঃ খলিলুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম. এ. মান্নান, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সর্দার পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেন সাজ্জাদ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ন সম্পাদক জাহেরুল ইসলাম, সদস্য মাওঃ সোলাইমান আলী প্রমুখ। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে সভাপতি শাহীনুর ইসলাম শাহীন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে অধ্যক্ষ এম.এ মান্নানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহবায়ক কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন উপদেষ্টা মোঃ খলিলুর রহমান। আহবায়ক কমিটি কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।