
আত্মার বিপর্যয়
মনোয়ার হোসেন রতন।
হতাশা আর ক্লান্তিতে জীবন চুপসে আসে-
রিক্ত নিঃস্ব সর্বহারা জীবন!
বিষন্নতা শূন্যতা দীর্ঘশ্বাস একাকীত্ব
হৃদয় পোড়ায়! তবুও মানুষ-
বুক বাঁধে আশায়।
স্বপ্ন জাগায় ভালোবাসায়- জীবনের নিয়মে।
কিন্তু জীবন! সমুদ্রের মতো তরঙ্গ বহুল।
অনিয়মের বিক্ষুব্ধ ঝড়ো হাওয়া-
প্রতিটি বাঁক-যাককুমবৃক্ষে পূর্ণ
সমস্যা সংকুল দুর্ভেদ্য।
এরপরও
নিশ্চিন্ত জীবনের আশায়-
মানুষ পথ হাঁটে।
দেখে-চারপাশ
স্বার্থপরতা হীনমন্যতা নিলজ্জতার
আলোহীন এক আঁধার!
আবার দেখে- অফুরন্ত আনন্দের-
প্রাণ বন্যায় ভাসা ভালোবাসা।
অন্তরের পবিত্রতা সৌন্দর্যতা।
অবশেষে, আস্থা এবং বিশ্বাসে-
জেগে উঠে আশার আলো।
জেনে রেখো- পরিশেষে জীবন!
প্রিয়জন আর প্রয়োজনের!
সুতরাং হতাশাই-
জীবনের শেষ কথা নয়।
হতাশা- অবিনশ্বর পবিত্র আত্মার
যন্ত্রণাদায়ক বিপর্যয় ঘটায়।
Please follow and like us: