এনামুল হক নাবিদ, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:- আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আনেয়ারায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আনোয়ারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহেদ মুহাম্মদ সাইফুদ্দীন,বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ রবিউলসহ কর্মরত চিকিৎসকরা। অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস রোগ ও এর প্রতিকার সম্পর্কে নানাধিক আলোচনা করেন। বিশেষ করে ডায়াবেটিস মুক্ত থাকতে নিজেদের কে সচেতন ও খাবারের প্রতি যত্নবান হতে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us: