
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত নিউজ অসত্য ও বিভ্রাট মূলক দাবি করে ছাগলনাইয়ার ঘোপালে সংবাদ সম্মেলন করেছে ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামশেদ আলম। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় মুহুরীগঞ্জে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে জামশেদ বলেন, গত দু’এক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে অসত্য সংবাদ প্রচার করা হচ্ছে যা নিন্দনীয়। প্রকৃত ঘটনা দাবি করে তিনি বলেন, ঘোপালের দৌলতপুর মৌজা এলাকায় একটি বেসরকারি কোম্পানি সেখানে কারখানা নির্মাণের জন্য কিছু জমি ক্রয় করেছে। আমি যেহেতু একজন বালু মহলের ব্যবসায়ী সেহেতু কারখানা কর্তৃপক্ষ আমার কাছ থেকে বালু ক্রয় করেন এবং আমাকে জমি ভরাট করার জন্য দায়িত্ব প্রদান করে। বালু ভরাট শুরু করলে জমির মালিক পরিচয় দিয়ে মোঃ শাহজাহান, সাহাব মিয়া, জুয়েল, মোস্তফাসহ তাদের পরিবারের লোকজন বালু ফেলতে বাধা দেয়। তাত্ক্ষণিক আমি বালু ফেলা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করি। এবিষয়ে কোন প্রকার মারামারি কিংবা হাতাহাতির ঘটনা ঘটেনি। জামশেদ আরো বলেন, সংবাদে প্রচার করা হয়, আমার হাতে অস্ত্র ছিলো এবং সাথে ক্যাডার বাহিনী ছিলো। বর্তমান যুগ ডিজিটাল যুগ উল্লেখ্য করে তিনি বলেন, সত্যি যদি আমার হাতে অস্ত্র ও সাথে ক্যাডার বাহিনী থাকত তবে এমন ভিডিও চিত্র কেউ না কেউ ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়ে ভাইরাল করতো। রাজনৈতিক এবং পারিবারিক প্রতিহিংসার কারণে তার প্রতিপক্ষরা এমন মিথ্যা সংবাদ প্রচার করা বলে দাবি জামশেদের। এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক শেখ আনোয়ার করিম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ মোস্তফা জানু, সদস্য মোঃ নুরুল ইসলাম সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ভূঁইয়া প্রমূখ।