আমি তোমার ইচ্ছে হবো
রুমানা আক্তার রত্না
আমি তোমার ইচ্ছে হবো
সঙ্গী হয়ে পাশে রবো
তোমার যত হয়নি পাওয়া
যা ছিলো স্বপ্ন চাওয়া।
পূর্ণ করবো এক নিমেষে
যত্ন করে ভালো বেসে
তোমার সকল দুঃখের দিনে
সুখের হাওয়া আনবো কিনে।
জোনাক জ্বলা আঁধার রাতে
আলো হয়ে থাকবো সাথে।
আষাঢ় মাসের বৃষ্টি হয়ে
ভিজিয়ে দেবো এক নিমেষে
যখন তুমি থাকবে রেগে।
মন খারাপের কঠিন ক্ষণে
নিয়ে যাবে সাগর পাড়ে
শামুক মুক্তা কুড়িয়ে দেবো
দু’হাতের মুঠো ভরে।
Please follow and like us: