
নারী বিচারক জেবা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজধানী ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশনের একজন ম্যাজিস্ট্রেট এই পরোয়ানা ইস্যু করেন শনিবার। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলেছে, অতিরিক্ত জেলা ও সেশন জজ জেবা চৌধুরীকে অবমাননা করে তার বিরুদ্ধে হুমকি দেয়ার কারণে ইমরান খানের বিরুদ্ধে ২০শে আগস্ট মামলা হয়। ইমরান খান তার এই মন্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগের মুখে রয়েছেন। তিনি আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
Please follow and like us: