একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের মাজেদা বেগম নামের এক গৃহবধু। ১২/০২/২০২০ইং(বুধবার) সকাল ৬(ছয়) ঘটিকার সময় গৃহবধু মাজেদা বেগম এর প্রসব বেদনা উঠলে নিজ বাড়ীতে একটি সন্তানের জন্ম দেন গৃহবধু মাজেদা বেগম। পরে তাকে মুমূর্ষ অবস্থায় সুনামগঞ্জ সদরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আরো দুইটি সন্তানের জন্ম দেন ওই গৃহবধু মাজেদা বেগম।তবে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ওই গৃহবধু। নবজাতকের মধ্যে দুটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে।
মাজেদা বেগম এর স্বামী মোঃ আব্দুল কাইয়ুম জানান, টাকার অভাবে আগে থেকে কোন ধরনের প্রস্তুতি ছিলনা। স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে বাড়ীতে একটি সন্তান জন্ম নেয়ার পর আমার স্ত্রীকে ওই হাসপাতালে নিয়ে আসি। আমি গরিব মানুষ শ্রমিকের কাজ করে কোন রকমে সংসার চালাই। আরও ০৩(তিন)সন্তান রয়েছে আমাদের। এখন আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়াতে আমি খুব খুশি।
জেনারেল হাসপাতালের ডাক্তার নেওয়াজ মোর্শেদ জানান, প্রসূতি মা এবং তিন বাচ্চা সকলেই সুস্থ আছেন। তবে তিন বাচ্চা একসঙ্গে গর্ভে থাকার কারণে স্বাভাবিকের চেয়ে তাদের একটু ওজন কম। মা ও বাচ্চারা সুস্থ রয়েছে।