৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




একসঙ্গে দুইশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২৪, ০১:৪৯ | 606 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করার পরই এমন দাবি করেছে ইসরায়েল।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের পর ইসরায়েলকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আজকের হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে  দুইশরও বেশি মিসাইল ছুড়েছে ইরান।

 

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গোটা ইসরায়েলজুড়ে সাইরেন বেজেছে।

ইসরায়েলিরাও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছে। রাষ্ট্রীয় টিভি সম্প্রচার চলার সময় সাংবাদিকরাও মাটিতে শুয়ে পড়েন।

এর আগে, ইসরায়েলের সেনাবাহিনী ইরানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে লোকজনকে সতর্ক করেছিল। তাদেরকে এমন হামলার ক্ষেত্রে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছিল।

লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ ইসরায়েলের বিমান হামলার নিহত হওয়ার পর ইরান এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল।

নাসরাল্লাহ হত্যার পরপরই ইসরায়েল লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা হল।

কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করে বলেছে, তেল আবিবের আকাশে এই ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

ওদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে এক ইউরোপীয় সাংবাদিক বলেছেন, সেখানে গত ১ ঘণ্টায় মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কমলা রঙের উজ্জ্বল কয়েকটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

তবে এই ক্ষেপণাস্ত্রগুলো লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেট নাকি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তা স্পষ্ট জানা যায়নি।

সূত্র- দ্যা নিউ ইয়র্ক টাইমস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET