
কুমিল্লার হোমনা-গৌরীপুর সড়কটি একটি জনগুরুত্ব পুর্ণ সড়ক। দীর্ঘদিন যাবৎ সড়কটি মেরামত না হওয়ার কারনে সড়কের গৌরীপুর ও বাতাকান্দি অংশে বেহাল দশা সৃষ্টি হয়।
ফলে যানবাহন চলাচল অনুপোযোগী হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়ে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণ। এ সড়কটির সাথে বাংলাদেশের সকল জেলার সাথে যোগাযোগ রয়েছে যার ফলে এর রয়েছে বেশ গুরুত্ব।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া সরকার বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র আন্তরিক প্রচেষ্টায় সকল জটিলতার অবসান ঘটিয়ে সড়কের কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে জনসাধারন।
গত বুধবার দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান গৌরীপুর সড়কে ড্রেনসহ আরসিসি সড়কের বাস্তবায়নের কাজের শুভ উদ্ধোধন করেন। গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া সরকার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম ও ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান বিল্ডার্স লিমিডেটের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা এলজিইডি অফিস সূত্রে জানাগেছে, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী) সড়কের বিষয়টি গুরুত্ব সহকারে জাতীয় সংসদে উপস্থাপন করেন ও ডিও লেটার দেন তিনি। ফলে সড়কের জন্য ১২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ করে সরকার। যা দ্বারা গৌরীপুর বাসষ্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার জিয়ারকান্দি ব্রীজ এবং তিতাসের বাতাকান্দি অংশে রাস্তার কাজ করা হবে বলে জানাযায়।
Attachments area
Please follow and like us: