গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও ঃ ঔষধের পাতায় নিদৃষ্ট মূল্য সংযোজন ও ডাক্তার প্রদত্ত ব্যবস্থাপত্রে স্পষ্টাক্ষরে লেখার দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।জাগ্রত শিক্ষক ও জনতা নামের একটি সংগঠনের আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জুলফিকার আলী , সাধারন সম্পাদক জাকির হোসেন মিলন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, জাগ্রত ব্যাবসায়ী ও জনতার ঠাকুরগাঁও জেলা আহবায়ক জুয়েল রানা, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, সাবেক জেলা ক্রিড়া অফিসার আবু মহিউদ্দিন সহ আরো অনেকে।বক্তারা বলেন, একটা ছোট বিস্কুটের মোড়কের গায়েও মূল্য লেখা থাকে, তাহলে জীবন রক্ষাকারী ঔষধের মোড়কে কেনো মূল্য লেখা থাকবেনা। এছাড়াও ডাক্তাররা যে ব্যবস্থাপত্র দেন তাতে করে অনেক সময় ভূল ঔষধ কিনে ফেলে রোগীরা । অবিলম্বেই এসবের প্রতিকার ও প্রতিরোগ হওয়া দরকার।