মেহেদী জামান লিজন, জাককানইবিঃ- ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ র্যা লি সমাবেশ ও বঙ্গবন্ধুর প্রতিকৃ্তেিত পুষ্প অর্পণ করেছে। বুধবার ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কে ছাত্রলীগ র্যালি সমাবেশে মিলিত হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। এই সময় ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান,ইউনেস্কো কর্তৃক এ স্বীকৃতি আমাদের জন্যে ঐতিহাসিক অর্জন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মাধ্যমে জাতি স্বাধীনতার সঠিক নির্দেশনা পেয়েছিল। জাতির জনকের এ অবদান কেউ অস্বীকার করতে পারবে না।