জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি বিভাগ ২১ জন প্রদর্শনীভুক্ত কৃষকদের কৃষি উপকরণ হিসেবে- বীজ, জৈব সার, লিওর, ট্যাপ, বাইকা ও সাইনবোর্ড সরবরাহ করেছেন। সোমবার বালাই নাশকের ব্যববহার কমানোর লক্ষ্যে উপজেলা শহীদ মিনার চত্বরে এসব উপকরণ দেয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নীলিমা জাহান জানান, ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ‘পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পে’র আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের জন প্রতি ১২০ থেকে ৬০০ কেজি বীজ, ১২০ কেজি জৈব সার, ২৬টি লিওর, ১৩টি ট্যাপ, ২টি বাইকাও এবং ১টি সাইনবোর্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম প্রমুখ।
Please follow and like us: