৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কালাইয়ে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা




কালাইয়ে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা

তারেকুল ইসলাম রিপন, কালাই,জয়পুরহাট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২১, ২০:১৫ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাবেয়া সুলতানা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি ওই মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং জেলা পরিষদের সদস্য রেজাউল করিম ম-ল, পুনট ইউপি চেয়ারম্যন আব্দুল কুদ্দস, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আকবর, সাধারণ সম্পাদক সিনজুনুর রহমান এলিন, মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উদয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম নয়ন চৌধুরী, পুনট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, রোববার বিকেল ৪ টা পর্যন্ত মেয়র পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের একজন হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং অন্যজন হলেন স্বতন্ত্র প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কালাই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৫২৬ জণ। এরমধ্য পুরুষ ভোটারের সংখ্যা ৬ হাজার ৪৫১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭৫ জন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET