১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কুষ্টিয়ায় নামাজরত মুয়াজ্জিনকে কুপিয়ে জখম!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০১৯, ১৯:১২ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অর্পণ মাহমুদ, কুষ্টিয়া প্রতিনিধিঃ- কুষ্টিয়ার খোকসায় মসজিদে নামাজরত মুয়াজ্জিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট জামে মসজিদের মুয়াজ্জিন মো: এমদাদুল ইসলামের (৬০) ওপর এই হামলার ঘটনা ঘটে।

হামলাকালে মুয়াজ্জিন মসজিদের ভিতরে তাহাজ্জুতের নামাজ আদায়রত অবস্থায় ছিলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মুয়াজ্জিন মো: এমদাদুল ইসলাম জানান, ফজরের আজানের কিছুটা সময় বাকি থাকায় তিনি তাহাজ্জুতের নামাজে দাঁড়ান। এমন সময় পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ সময় চিৎকার করলে কালো জ্যাকেট পড়া এক সন্ত্রাসী পালিয়ে যায়। তবে সন্ত্রাসীরা এক জোড়া স্যান্ডেল ফেলে গেছে বলে তিনি জানান। তিনি ৫০ বছর ধরে নিজের গ্রামের এই সমজিদে মুয়াজ্জিন হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করছেন বলেও জানান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, সন্ত্রাসী হামলায় আহত মুয়াজ্জিন এমদাদুল ইসলাম সৎ মানুষ। সারা জীবন তিনি মসজিদ নিয়ে পড়ে আছেন। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। খোকসা থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, সকালে খবর পেয়ে তিনি এলাকায় গিয়েছিলেন। আহত মুয়াজ্জিনকে থানায় অভিযোগ দিতে বলেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল জানান, মুয়াজ্জিমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার একটি ক্ষতে প্রায় ১৭টি সেলায় লেগেছে। এই মুয়াজ্জিনের সুস্থতা কামনা করছি। আমিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET