কুড়িগ্রাম থেকে, রাশিদুল ইসলাম ঃ
জঙ্গিবাদ-মৌলবাদ মুক্ত বাংলাদেশ গড়ার দীপ্ত শপথ নিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংগঠন। সকালে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন। সুর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম শহীদ মিনার প্রাঙ্গনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দিনব্যাপি সাংস্কৃতিক পরিবেশিত হয় । এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ৫দিন ব্যাপি বই মেলার সমাপনি অনুষ্ঠিত হয়।