যশোরের কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সকালে কলেজ চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা আখতারের সভাপতিত্বে ও অধ্যাপক সেলিম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক জিন্নাতুন ফেরদৌস, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক মনসুর আলী, অধ্যাপক নারান দত্ত, ২য় বর্ষের শিক্ষার্থী তুম্মিম, নবাগত শিক্ষার্থী মারিয়া খাতুন, শিমলা খাতুন প্রমুখ।