
দেশব্যাপী অভিযানের ঘোষণার পর শনিবার রাতেই গুইমারাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
৮ ফেব্রুয়ারী শনিবার রাতে গুইমারা,র বড়পিলাক গ্রামের অহিদ মিয়ার ছেলে মোঃ সেলিম, মোফাজ্জলের ছেলে আঃ রহিম প্রকাশ রিপন, বাবুল মিজির ছেলে সোহাগ মিজি ও মৃত আব্বাস আলীর ছেলে আজিজুলকে আটক করা হয়েছে। আটক ৪ জনই ছাত্রলীগের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এরমধ্যে সোহাগ মিজি বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
ছাত্রলীগ কর্মীদের আটকের সত্যতা নিশ্চিত করে,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন তাদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে যার নং ০১ তারিখ ০৯/০২/২৫ ইং।আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।