খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়াতে অগ্নিকান্ডের ভস্মীভূত ইসমাইল মার্কেট পরির্দশন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দাকার।
৫ অক্টোবর রবিবার অগ্নিকান্ডে ভস্মীভূত ইসমাইল মার্কে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন এবং পরবর্তীতে আরও সহায়তার আশ^াস দেন।এসময় জেলা প্রশাসক বলেন,জরুরী বিত্তিতে মানবিক বিবেচনায় এই সহায়তা প্রদান করা হয়েছে।পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের আরও কিভাবে সহায়তা করা যায়,তা নিয়ে জেলা প্রশাসক কাজ করছে। অগ্নিকান্ডে অপুরনিয় ক্ষতির জন্য ক্ষতিগ্রস্থদের তিনি সমবেদনা জানিয়ে বলেন,সকলকে ধর্য্য সহকারে মনোবল ঠিক রেখে আবারো ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী এবং স্থানীয় জনগনের দাবীর প্রেক্ষিতে তিনি জানান,ফাইয়ার সার্ভিস স্টেশনের জন্য জায়গা নির্ধারণ হয়েছে দ্রত সময়ে ফাইয়ার স্টেশন নির্মাণের জন্য কাজ করা হচ্ছে।উপজেলা হাসপাতালের বিষয়ে জেলা প্রশাসক বলেন,এ এলাকার জন্য একটি হাসপাতার জরুরী,সেটির জন্য জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।নতুন এই উপজেলার নগরায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে বলেন,উন্নয়নের জন্য শান্তি ও সম্প্রীতর প্রয়োএসময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ১৭জন ব্যবসায়ীর মধ্যে ৭,৫০০টাকা হারে নগদ অর্থ এবং ৩০ কেজি হারে চাউল বিতরণ করেন।
এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোগহাগ,সাবেক সভাপতি মো: ইউছুফ,হাফছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান অংজ্যাই মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










