গোলাপগঞ্জ প্রতিনিধি :- গোলাপগঞ্জে আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে ১২০ পরিবারের মধ্যে (আইজি) ভেড়াবিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীরসভাপতিত্বে ও সূচনা বাংলাদেশের উপজেলা গভর্নেন্স কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সেলিম রেজার পরিচালনায়বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা বাংলাদেশের গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ কো-অর্ডিনেটর এএসএম মাজফুজুর রহমান, ইউপিসদস্য জেবুল আহমদ, সংরক্ষিত মহিলা সদস্যা দিলারা বেগম, ইউনিয়ন সহকারী রুজি বেগম প্রমুখ। এছাড়া শেরপুর গ্রামউন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর ইউনিয়নের প্রায় ১২৫টি উপকারভোগী পরিবারের মধ্যে ২টি করেভেড়া বিতরণ করা হয়।