১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে যুব দিবস পালিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০১৯, ২১:২৪ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী বের করা হয়।  র‌্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় ক্রেডিট সুপারভাইজার রনধীর দেবনাথের পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

 

রাহি আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্যে অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, উপজেলা সমবায় অফিসার মো. জামাল মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ।

বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুস চৌধুরী, গোলাপগঞ্জ হকি ক্লাবের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, বৃহত্তর হেতিমগঞ্জ যুব সংস্থার সভাপতি রুহুল আহমদ, ট্রেনিং প্রাপ্ত স্বাবলম্বী যুবতী ফারজানা বেগম, এইচএম সেলিম, শেখ নুরুল ইসলাম, এস রায়হান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কেএম আব্দুল্লাহ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, তামিম আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শেষে দর্জি বিজ্ঞানে নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, যুব উন্নয়ন কর্তৃক উপজেলায় রেজিষ্ট্রেশনকৃত তিনটি যুব ক্লাবে মোট ১লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET