১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




গোলাপগঞ্জে ১৫ দিন থেকে মানসিক রোগী যুবক নিখোঁজ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০১৯, ১৯:৩১ | 849 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ১৫ দিন ধরে এক মানসিক রোগী যুবক নিখোঁজ রয়েছে। সে পৌর এলাকার দাড়িপাতন (দিঘিরপাড়) গ্রামের মৃত আব্দু রাজ্জাকের পুত্র আসাদ আহমদ (৩৫)। এ বিষয়ে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জানাযায়, গত ২০ অক্টোবর সন্ধ্যায় কাউকে কিছু না বলেই আসাদ বাড়ী থেকে বের হয়। পরে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি।

এব্যাপারে নিখোঁজ ব্যক্তি ছোট ভাই জাসাদ আহমদ জানান, প্রায় ১০ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না। গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। (ডায়েরী নং-১৩৪৩, তাং-২৮-১০-১৯)। ভাইয়ের কোন সন্ধান পেলে ০১৭৪১-৪৩৭০০৬ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানান।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, সাধারণ ডায়েরী হয়েছে। আমরা পাশর্^বর্তী সকল থানায় বার্তা পাঠিয়ে দিয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET