আরিফিন রিয়াদ গৌরনদী (বরিশাল) ॥ ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়বৃন্দ’র যৌথ উদ্যোগে শনিবার সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সমবায় কর্মকর্তা এসএম ফরিদ আহম্মেদ। জাতীয় পুরস্কার প্রাপ্ত নলচিড়া ক্রেডিট ইউনিয়নের প্রধান নির্বাহী মোঃ ফারুক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শেখ শাহ জামান, গৌরনদী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টিএম আলতাফ হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপন, সাধারন সম্পাদক কাজী মনিরুজ্জামান, গৌরনদী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বাদশা ফকির, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ ফকরুল আলম প্রমুখ। শেষে শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।