বরিশালের গৌরনদীতে ইউনিয়ান পরিষদ নির্বাচনে উপজেলার ০৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের(মহিলা) সদস্য ও সাধারণ সদস্য(পুরুষ) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়েজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার জনাবঃ বিপিন চন্দ্র বিশ্বাস ।
এসময় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন গৌরনদী পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাবঃ মোঃ হারিছুর রহমান হারিছ।
এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাবঃ সৈয়দা মনিরুন নাহার মেরী , জনাবঃ মোঃ আরিফুর ইসলাম প্রিন্স সহকারী কমিশনার ভূমি, জনাবঃ মোঃ মামুন রহমান কৃষি অফিসার, উপজেলা আওয়ামীলীগ সভাপতির এইচ এম জয়নাল আবেদিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাবঃ জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজালহোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি জনাবঃ মনির হোসেন মিয়া, নির্বাচন কর্মকর্তা জনাবঃ মোঃ মিজানুর রহমান প্রমুক সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।