৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের  পূর্ণবহাল’র দাবিতে রাজশাহীতে মানববন্ধন 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২২ ২০২৪, ১৮:৩৯ | 738 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার, আটক বিডিআর সদস্যদের মুক্তি ও চাকুরিতে পুনবহালের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল ১০টায় নগরীর  জিরোপয়েন্ট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্য।
মানববন্ধনে বক্তরা বলেন, ২০০৯ সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করিয়ে পিলখানা হত্যাকান্ড ঘটিয়ে দায়ভার নিরিহ বিডিআর জোয়ানদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল। ফলে সংঘঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুম অত্যচারসহ চাকুরিচ্যুত করা হয়  অসংখ্য সদস্যদের।  ফলে   দীর্ঘ ১৫ বছর যাবত অসংখ্য পরিবার মানবতার জীবন যাপন করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিডিআর কল্যান পরিষদের প্রধান সমন্বয়ক মো: মোরশেদ আলী, সহকারী সমন্বয়ক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আজাদ আলী, কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার৷
মানববন্ধন শেষে   বিক্ষোভ মিছিল  নিয়ে  জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET