
চির বিদায়ের সুর
মনোয়ার হোসেন রতন।
চিরদিনের মতো সে হারিয়ে যাচ্ছে,
বিদায় মুহূর্তে বেদনার শিখায়,
তার সারা জীবনের পিপাসাকে-
শেষ বারের মতো রূপময়,
সংগীতময় করে সে যাচ্ছে-
এর চেয়ে সুন্দর আর রমণীয়
এ পৃথিবীতে কি আছে?
বিদায়ের মুহূর্তে তার ছবি এঁকে রেখেছি হৃদয় কোনে সংগোপনে-
বিদায়ের বিলীয়মান মুহূর্তে ছবি-
এঁকে রাখার নামই তো শিল্প আর
ভালোবাসা সেতো শিল্প মাধ্যম।
Please follow and like us: