৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • চুকনগরের গণহত্যা একটি হৃদয় বিদারক হত্যাকান্ড,  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরী 




চুকনগরের গণহত্যা একটি হৃদয় বিদারক হত্যাকান্ড,  গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরী 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২৪, ০২:২৮ | 674 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,  ১৯৭১সালের ২০মে চুকনগরে যে গণহত্যা সংগঠিত হয়েছিল, তা বিশ্বের ইতিহাসে একটি হৃদয় বিদারক ঘটনা। দেশকে স্বাধীন করার জন্য একই দিনে এত অল্প সময়ে পৃথিবীর ইতিহাসে এত বড় গণহত্যা আর কোথাও সংগঠিত হয়নি। এই হত্যাকান্ড হিরোশিমা ও নাগাসাকির হত্যাকান্ডকে হার মানিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। আমরা তার প্রতিনিধি হিসেবে কাজ করছি। গতকাল শনিবার সকাল ১০টায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি। বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিব নবিরুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহাবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমীন, আমরা ৭১ এর সভাপতি, কবি ও সাহিত্যিক মুক্তিযোদ্ধা মাহাবুব জামান, আমরা ৭১সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেলাল ফয়েজি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, মুক্তিযোদ্ধা চন্দ্র কান্ত তরফদার, গাজী নাজিম, রবীন্দ্রনাথ বৈরাগী, দীনবন্ধু বৈরাগী, দিলীপ কুমার রায, শেখ ফিরোজ রহমান, আব্দুল খালেক মোড়ল, আবুল কালাম মহিউদ্দিন, ওসি সুকান্ত কুমার সাহা, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু, আওয়ামী লীগ নেতা প্রহ্লাদ ব্রহ্ম, সম সিরাজুল ইসলাম, জিএম ফারুক হোসেন, সরদার শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম ব্রাউন, সরদার ওহিদুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, অরুণ নন্দী, জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, কেএম মফিজুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET