চুকনগরে সুজুকি জিক্সার ২৫০ সিসি বাইক লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় র্যানকন মটর বাইক লিমিটেড এর অর্থোরাইজড প্রতিষ্ঠান নিউ সুজুকি গ্যালারিতে এ লঞ্চিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও কেক কাটেন নিউ সুজুকি গ্যালারির ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমরান হোসেন।
বক্তব্য রাখেন জয়েন্ট মরর্টস এর পরিচালক গাজী মিজানুর রহমান, রোজা মটরর্স এর পরিচালক মোঃ আক্তার হোসেন, ন্যাচারাল মটরর্স এর পরিচালক মোঃ জসীম খান।
বাইক বিষয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নুসরাত জাহান।
তারা উল্লেখ করেন সুজুকি তাদের মার্কেটে নতুন ২টি বাইক লঞ্চ করেন যার মডেল জিক্সার ২৫০ এবং জিক্সার এস,এফ ২৫০। ২ টি বাইকের কালার ম্যাট ব্লাক এবং ম্যাট ব্লু।
উল্লেখ্য থাকে যে, এটিই বাংলাদেশের একমাত্র ফাস্ট-টেস্ট বাইক।
Please follow and like us: