
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন ৭ই মার্চ উৎযাপন উপলক্ষ্যে চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, অধ্যাপক এসএম জুলফিকার আলী জুলু, অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ, অধ্যাপক আনন্দ কুমার সরকার, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আনিচুর রহমান, অধ্যাপক নিকুঞ্জ বিহারী মন্ডল, অধ্যাপক কল্যান কান্তি হালদার, অধ্যাপক নার্গিন হুসাইন, অধ্যাপক অসীম ভট্রাচার্য, প্রভাষক এসএম হুমায়ন করিব, প্রভাষক ইয়াসিন আহম্মেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক রুমেন হুসাইন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি অধ্যাপক সাধনা কর্মকার। আলোচনা সভার পূর্বে অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।