
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু। সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন ও চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা। উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান রানা, রাসেল সরদার, রবিউল ইসলাম রবি, মহিনুর রহমান মুন্না, মেহেদী হাসান রাজু, মোস্তাফিজুর রহমান সোহাগ, সাকিব হাসান রিফাত, জুবায়ের আহমেদ সবুজ, প্রসনজিৎ মল্লিক বাসু, ইউসুফ হুসাইন তাজ, ইউনুস ইসলাম, আরিফুল ইসলাম, মেহেদী হাসান হৃদয়, সুদীপন রায়, গোবিন্দ পাল, সজীব সরকার, প্রান্ত রায়, সাইফুল গাজী, ইমন হোসেন, শরিফুল ইসলাম, জুবায়ের আহমেদ, সুজন মোড়ল, নাসিম খান প্রমুখ।