কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ আসর চৌদ্দগ্রাম বাজারস্থ মুন্সিবাড়ি সড়কে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম ফরিদ আমিন। বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা সহ-সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালিন সদস্য সচিব খন্দকার নিজাম বাঙালী, চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সদস্য সচিব এম এ মতিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ তামজিদ। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।