কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার পদুয়া-গুণবতী সড়কে এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজন হলেন; গুণবতী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলা উদ্দিন মজুমদার রাব্বি, দশবাহা গ্রামের ইসমাইল হোসেন, নোয়াগ্রামের রিফাত ও তাঁর মামাতো ভাই সাহাব উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উমরাহ যাত্রী নিয়ে রিফাত তার সিএনজি অটোরিকশা নিয়ে পদুয়া রাস্তার মাথায় যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া-গুণবতী সড়কের উলকা দোকান এলাকায় ফেনী থেকে অপর সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশা চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার শেষে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত ছাত্রলীগ নেতা রাব্বি ও তার বাবাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করে। এছাড়া অপর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
সিএনজি অটোরিকশা চালক রিফাতের আত্মীয় স্বজন সাহাব উদ্দিন বলেন, রিফাত উমরাহ যাত্রী পদুয়া রাস্তার মাথায় পৌছাতে যাচ্ছিলেন। পথিমধ্যে উলকা দোকান এলাকায় অপর সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন আহত হন।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ শরীফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পায়নি। তবে শুনেছি-দুইটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন’।