
কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাওলানা জয়নাল আবেদীন(৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রহমানের ছেলে। মাওলানা জয়নাল আবেদীন সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিয়ন নিকাহ রেজিস্টার। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা আব্দুল জব্বার ও ছাত্রনেতা মোঃ রবিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপুর গ্রামের মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজারে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় দক্ষিণ দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল মাওলানা জয়নাল আবদীনকে স্বজোরে ধাক্কা দেয়। এতে জয়নাল আবেদীনের নিচে লুটিয়ে পড়ে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত মাওলানা জয়নাল আবেদীনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিফাত উল হক বলেন, গুরুতর আহত স্কুল শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক মারা যাওয়ার খবর শুনেছি’।