কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের (সিওবি)
উদ্যোগে ১০৫ পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে পৌর
সদরের একটি স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিওবি’র চেয়ারম্যান আনোয়ার
হোসেন মোল্লা লিমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিওবি’র কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল
কাইয়ুম মানিক, উপদেষ্টা সাংবাদিক বেলাল হোসাইন, ডুবাই শাখার সমন্বয়ক কামরুল ইসলাম, ইতালী
শাখার সমন্বয়ক নাদিম খাঁন, সদস্য ইমন রেজা, রাকিবুল হাসান মিয়াজী, সাদ্দাম মিয়াজী, সাকিবুল
হাসান মিয়াজী, হৃদয়, সাব্বির, সজিব, শান্ত, কাউছার, শিশির হোসেন শাকিল, রায়হান প্রমুখ।
উল্লেখ্য, সিওবি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে বিগত এক যুগ ধরে সমগ্র
বাংলাদেশে এতিম, গরীব ও অসহায় ছাত্র-ছাত্রী, অস্বচ্ছল পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। বিগত বছরের
ধারাবাহিকতায় এবারো তারা চৌদ্দগ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।