কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে চারটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ উপলক্ষ্যে বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী শাহনুর সাহা, সহকারী প্রকৌশলী আবদুল আলিম, প্যানেল মেয়র মিজানুর রহমান, কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আল রাফি। ৩নং কাউন্সিলর মোঃ শরীফের সভাপতিত্বে ও ইসমাইল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আকতার হোসেন রতন মোল্লা, কাজী ইকরাম, রিয়াদ হোসেন, শামীম, সিজান, আবদুল খালেকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: