ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ দুর্গাপুর চৌধুরী পাড়া মানব কল্যান সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ২০২৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে চৌধুরী পাড়া মানব কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও করৈয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য এবং স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন।
চৌধুরী পাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মুফতী শরীফুল ইসলাম মাহমুদীর সভাপতিত্বে ও সংস্থাটির সাধারণ সম্পাদক মীর হোসেন চৌধুরী এবং অর্থ সম্পাদক শাহেদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সুলতান আহমদ চৌধুরী বাড়ী জামে মসজিদের খতিব মাওঃ জাবের হোসেন কাশেমীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চৌধুরী পাড়া মানব কল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ চৌধুরী।