শনিবার (৪ নভেম্বর) ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় কর্মকর্তা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। উপজেলা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইউছুফ ভূঁইয়া। আপন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশন (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মজুমদার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভুঁইয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভূঁইয়া, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া ইউসিসিএ লিঃ এর সাধারণ সম্পাদক মির্জা মীর কাশেম, উত্তর কুহুমা মধ্যম সময়বায় সমিতির সদস্য সাংবাদিক এনায়েত উল্লাহ সোহেল।