প্রতিবছরের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী ছাগলনাইয়া মডেল মাদ্রাসায় বার্ষিক পুরষ্কার বিতরনী, অভিভাবক সমাবেশ ও খতমে কুরআন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে মডেল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত খতমে কুরআন, পুরষ্কার বিতরন, অভিভাবক সমাবেশে মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক নুর আহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক ইউছুপ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাফর হোসেন মজুমদার, মডেল ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন ভূঞা, কৃষকদলের আহবায়ক কাজী কামাল উদ্দিন, মডেল ফাউন্ডেশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাটোয়ারী ও মডেল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, সৈয়দ নজরুল ইসলাম। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম ও আশ্রাফুল আলম হিমু। মডেল মাদ্রাসায় চলতি শিক্ষাবর্ষে ২২টি ইভেন্টে মোট ৭৭ জন শিক্ষার্থিকে পুরষ্কৃত করা হয়। এছাড়া মডেল মাদ্রাসায় ৪১জন শিক্ষার্থী সহি শুদ্ধভাবে কুরাআন খতম সমাপ্ত করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া মডেল মদ্রাসার অধ্যক্ষ হামিদ হোসাঈন আজাদ।