
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর যশপুরে সাধারণ মেম্বার পদে। এ উপনির্বাচনে মোঃ মামুনুল হক মামুন (ফুটবল প্রতীক) ৬৯৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে বলে জানান, এ নির্বাচনের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থাকা মোহাম্মদ রফিক উদ্দিন। ৩০ ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ৬ টি কক্ষে ভোট গ্রহণ চলে। মোট ২৩০৮ জন ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১৬৬ ও পুরুষ ভোটার ১১৪২ জন । ২৩০৮ জন ভোটারের মধ্যে ১২০৮ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এতে মোঃ মামুনুল হক মামুন (ফুটবল) ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রার্থী আহাম্মদ হোসেন জানু (আপেল) ৩৫০ ভোট পেয়ে দ্বিতীয়, রেজাউল কবির (তালা) ৮৬ ভোট পেয়ে তৃতীয়, খুরশীদ আলম (টিউবওয়েল) ৪৬ ভোট পেয়ে চতুর্থ ও নুরুল করিম (মোরগ) ১০ পেয়ে পঞ্চম স্থান অর্জন করে। এতে ১৮ টি ভোট বাতিল ঘোষণা করা হয় । সকাল থেকে ভোট কেন্দ্রে (উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়) ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার উপস্থিতি ছিলো কয়েকগুণ। ভোট গ্রহনের শুরু থেকে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ চারস্তরের পুলিশি নিরাপত্তা সহকারে ভোট কেন্দ্রের আশপাশে অবস্থান করেন। সকাল সাড়ে ১১ টার মধ্যে ৮৫০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ নয়াআলোকে জানান, ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ভোটাররা অত্যন্ত সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধীকার প্রয়োগ করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা কেন্দ্র এলাকায় দেখা যায়নি। দুপুরে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে এ নির্বাচনের প্রতিক্রিয়া জানিয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের নয়াআলোকে জানান, অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নিজের ভোটটি দিতে পেরে ৯০ বছরের বৃদ্ধা সায়েরা খাতুন নয়াআলোকে জানায়, নিজের ভোটটি দিতে পারবো চিন্তা করিনি। এর আগে কয়েকটি নির্বাচনে ভোট দেয়ার ইচ্ছা থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার পরিস্থিতি ছিলোনা। বহুদিন পর নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ভোটারদের অনেকেই।