
২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে ভাষা শহীদদের স্বরণে ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ছাগলনাইয়া উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে স্থানীয় এক রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকে ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ কাউছার বিএ এর সভাপতিত্বে এবং সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগে সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির জনাব রেজাউল করিম চৌধুরী, জেলার সদস্য ও ইডেন মহিলা কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী আরমিনা ফেরদৌস আইরিন, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধুকে ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলার
সদস্য শফিকুল ইসলাম চৌধুরী, রাধানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি উম্মে সালমা, ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরের নাহার রেখা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাগলনাইয়া উপজেলার সদস্য নুরনবী লিটন, এমদাদুল হক ভূঁইয়া, শেখ মোসলেহ উদ্দিন পলাশ, সৌরভে হোসেন মজুমদার, জামাল উদ্দিন, আবু সুফিয়ান প্রমুখ।