
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ছাগলনাইয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শানে রেসালত। শনিবার বিকালে পৌর শহরের জিরো পয়েন্টে শানে রেসালত বাস্তবায়ন কমিটির উদ্যোগে ছাগলনাইয়ায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু আহাম্মদ ভূঁঞা’র সভাপতিত্বে এবং সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন’র সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোছাইন আহাম্মদ ভূঁঞা, পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি খানকায়ে সালেহিয়া মুহিব্বিয়া দ্বীনিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আবুল কালাম, ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের জিহাদি। এসময় উপস্থিত ছিলেন, লাঙ্গলকোট পাটোয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুন নবী রহমানী, ছাগলনাইয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন, দাইয়াবিবি আজিমুদ্দিন আহমদ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ নুরুল ইসলাম জিহাদী, শহীদ জিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়াজি উল্যাহ ভূঁঞা, দারোগারহাট ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ আলমগীর ফরায়েজি, জিনারহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ সামছুল করিম, মাওঃ মনজুরুল মাওলা সরদার, মাওঃ কেফায়েত উল্যাহ, ডাঃ খোরশেদ আলমসহ ইসলাম প্রিয় তওহীদি জনতা। এর আগে আসরের নামাজ শেষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ থেকে দলে দলে সমাবেশে যোগদান করেন ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।