নজরুল ইসলাম চৌধুরীঃ
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের খুতবা ও নামাজ পড়ানোর মধ্যদিয়ে ছাগলনাইয়া জামিয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসার নব-নির্মিত জামে মসজিদের উদ্বোধন করেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত মুফতি আল্লামা আবুল কাসেম নোমানী। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপী ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার ৬০তম বার্ষিক মাহফিল ও ১২ সালার দস্তারবন্দী ইসলামী মহাসম্মেলন মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। ৬০তম বার্ষিক মাহফিল ও ১২ সালা দস্তারবন্দী আন্তর্জাতিক মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত মুফতি আল্লামা আবুল কাসেম নোমানী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস ও মুঈনে মুহতাতিম আল্লামা জুনাইদ বাবু নগরী। ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ফারুক হোসেন’র উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওঃ রুহুল আমিনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেমগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মুফতি আবুল কাসেম নোমানী তার বক্তব্যে বলেন, ইহুদী খ্রিষ্টানরা যুগে যুগে মুসলমানদের শত্রুতা করেছে, ইংরেজ পাদ্রিদের ভারত উপমহাদেশে নিয়ে এসে মুসলিমদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছে। ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় এ মাদ্রাসার মাধ্যমে ভারত উপমহাদেশের মুসলিম জাহানে আলো প্রোজ্জ্বলিত হয়। তিনি আরো বলেন, অনেক সাধনা ও প্রতিকুলতা কাটিয়ে একটি বস্তির মধ্যে এ দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিলো। বর্তমানে বিশ্বে যত মাদ্রাসা রয়েছে সকল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সন্তান বলে উল্লেখ করেন আবুল কাসেম নোমানী।