নজরুল ইসলাম চৌধুরীঃ- ছাগলনাইয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী’র ফেইজ বুক আইডি (zulaka shilpi) হ্যাক করে তার ফ্রেড লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তিকে মেসেঞ্জারে এসএমএস’র মাধ্যমে বিকাশ নাম্বার দিয়ে টাকা পাঠানোর অনুরোধ করছে বলে অভিযোগ করেছেন বিবি জুলেখা শিল্পী। তিনি জানান, তার আইডি থেকে মেসেঞ্জারে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা পাঠানোর অনুরোধ করে এবং তিনি ৪ হাজার টাকা পাঠিয়েছেন এবং টাকা পাঠানোর পরে বিবি জুলেখা শিল্পীকে জানালে তিনি বুঝতে পারেন আইডি হ্যাক হয়েছে। এছাড়া আরো অনেককে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে অনুরোধ করা হয়, বলা হয়েছে পরের দিন টাকা দিয়ে দেয়া হবে। যে বিকাশ নাম্বারে টাকা পাঠানোর অনুরোধ করে সেটি হলো ০১৯৭৯০৯৯৮৪৯। শিল্পী নয়া আলোকে জানান, বুধবার সকাল থেকে তার আইডি হ্যাক হয়। বিষয়টি তিনি ছাগলনাইয়া থানার এসআই মাহবুব আলম সরকারকে অবহিত করেছেন বলে জানান। তবে এসআই মাহবুব আলমকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি নয়া আলো প্রতিনিধিকে জানান, বিবি জুলেখা শিল্পী আমাকে জানিয়েছেন কিন্তু থানায় কোনো ডায়রি করেননি তবে ব্যক্তিগত ভাবে চেষ্টা করব কিছু করা যায়কিনা।