
মোঃ তাজমুল ইসলাম, তালা প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্নিঝরা ৭ই মার্চের ভাষনের প্রেক্ষিতে সাতক্ষীরার তালায় ৭ মার্চ বুধবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা অমলকান্তি ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামরুজ্জামান লিঠুর পরিচালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাষ্টার আলাউদ্দীন জোয়াদ্দার, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুস সোবহান প্রমুখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্য শেখ আনছার আলী, মুক্তিযোদ্ধা সমর সরদার, আব্দুল জলিল, সিরাজ সরদার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোস্তফা কামালসহ সকল মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।