গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:- বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা পালন করা হয়েছে। রবিবার বেলা এগারটায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, ফারুক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।