
ললাটে চুম্বন একেঁ
শিল্পীর তুলিতে জয়নুলের
দূর্ভিক্ষের চিত্রাঙ্কন নয়,
নজরুলের বিদ্রোহী কবিতায়
জীবন জীবিকার ফসল নয়।
প্রিয়ন্তী
দুঃখের অনলে পুড়ে
সাদা কাগজ ভরাট করা যায়
কিন্ত জীবনে সাফল্যের হাসিঁর
জন্য সর্বোচ্চ কৌশলি হতে হয়,
প্রতিযোগী বিশ্বে শিয়াল-কুকুরের
সাথে লড়াই করে বেচেঁ থাকা সহজ নয়।
প্রিয়ন্তী
এটি স্বাধীনতার যুদ্ধ ক্ষেত্র নয়
থাক করে থাকা বন্দুকের নলে
আমার জীবন বিসর্জন দিয়ে
তোমার অস্তিত্ব রক্ষা করা যায়,
বরং তোমার-আমার সার্বভৌমত্ব
যেখানে সার্বজনীন জীবন বৈচিত্র্য।
লেখকঃ প্যারিস-ফ্রান্স।
Attachments area
Please follow and like us: