স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহŸায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, এ্যাড. কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা। বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রয়াত নেতা তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।