খুলনার ডুমুরিয়া উপজেলা ৮ নং শরাফপুর ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে রাতে মোটর সাইকেল যোগে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন। এসময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়নের ওয়াপদা এলাকায় পৌছুলে পূর্ব থেকে ওত পেতে থাকা ২/৩ জনের একটি দূর্বৃত্ত দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল জানায়, তার দেহের বিভিন্ন স্থানে ৭টি গুলি লেগেছে।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকান্ত কুমার সাহা রবিউল ইসলাম রবি চেয়ারম্যানকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।