স্বাধীনতা যুদ্ধের সময় প্রাণ বাঁচাতে ডুমুরিয়া থেকে নৌকায় যোগে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পথে উপজেলার ভদ্রা নদীর কাটাখালি এলাকায় পাক-বাহিনীর হাতে নিহতদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় কাটাখালি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভান্ডারপাড়া ইউনিয়ন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শেখর রঞ্জন ঘোষ। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কুমুদ রজ্ঞন মল্লিক , চন্দ্রকান্ত তরফদার , খোকা বাবু , অধ্যাপক নারায়ণ চন্দ্র মজুমদার , অধ্যাপক সোমনাথ গাইন , অধ্যাপক অনিন্দ সুন্দর মন্ডল , শিক্ষক ওলিয়ার রহমান।
উল্লেখ্য সে সময় পাকবাহিনীর গুলিতে বান্দা এলাকার বাসিন্দা রুক্ষমালা ঘোষ , হরিবর মল্লিক , রাজেশ্বরী মল্লিক ও ৭ বছরের শিশু নগর বৈরাগী প্রাণ হারান।
Please follow and like us: