ডুমুরিয়া উপজেলার গোনারী গ্রামের হতভাগ্য নসিমন চালক ইমরান গাজী(২৭) গতকাল বুধবার ভোরে সবজি বোঝাই করে খুলনায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিলেরডাঙ্গা এলাকায় দাড়ানো ট্রাকের পেছনে আঘাত করায় নিজেই প্রাণ হারিয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ইমরান অন্যান্য দিনের মতো নিজের নসিমনে সবজি বোঝাই করে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনায় যাওয়ার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে জিলেরডাঙ্গা এলাকায় নিজের নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনের ডালায় সরাসরি আঘাত করে। ওই সময় নসিমনের সিটে-বসা চালক ইমরান ট্রাকের ডালায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই দূর্ঘটনার কিছু সময় পরে এলাকার লোক-জন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
ওই দূর্ঘটনা মৃত্যুর খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হলেও ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার স্টেশনের কেই কিছুই বলতে পারেন না। তবে খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোনালী গ্রামের আজিজুল গাজীর ছেলে ২ সন্তানের জনক ইমরান প্রতিদিনের মতো নসিমনে করে সবজি নিয়ে খুলনায় যাচ্ছিলো। ভোরে ঘুম-ঘুম চোখে গাড়ী চালানোর সময় হঠাৎ দাড়ানো একটা ট্রাকের সামনে পৌছে নিজের গাড়িকে নিয়ন্ত্রণ করতে না পারায় প্রাণ হারাতে হয়েছে। পরে এলাকার লোকজন সেখানে পৌছে ইমরানের মরদেহ দেখে পুলিশি ঝামেলা এড়াতে সরাসরি বাড়িতে নিয়ে দাফন করেছে।
Please follow and like us: