যথাযোগ্য মর্যাদায় খুলনার ডুমুরিয়ায় মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ৮ টায় চুকনগর বাজার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর সাইকেল শ্রমিক ইউনিয়ন ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ গোলদার। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোড়ল মোড়লের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। বক্তব্য রাখেন মোটর সাইকেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও আটলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা , হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী , আবু সাইদ , আব্দুস সামাদ গাজী , রউফ মোড়ল , বিল্লাল আকন , নজরুল ইসলাম , রফিকুল ইসলাম , জামাল উদ্দিন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন মল্লিক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী অশোক মল্লিক। র্যালিতে প্রায় ৫ শতাধিক শ্রমিক অংশ গ্রহণ করেন।